এএমডি ফেনম ২ এক্স৪ ৯৮০ ব্লাক এডিসন প্রসেসরের দাম মাত্র ১৯৫ ডলার। আর এইদামে যা পাওয়া যাবে তা কল্পনাকেও হার মানায়। ৪ কোর এই প্রসেসরের বেজ ক্লক ৩.৭ গিগাহার্টজ বর্তমানের যে কোন ডেস্কটপ প্রসেসর থেকে বেশি, ওভারক্লকিং একে নিয়ে যায় ৪ গিগাহার্টজের ওপরে।
তাদের আগের ভার্শন এক্স৪ ৯৭৫ এর একই দাম রাখা হয়েছে এই প্রসেসরের। ইন্টেলের মধ্যমমানের কোর আই-৫ কিনতেও এরথেকে ৩০ ডলার বেশি দিতে হয়।
এই প্রসেসরের তুলনামুলক কম শক্তি ব্যয় হয়। এএমডি ভক্তরা এতে খুশি হতেই পারেন। যদিও পারফরমেন্সের বিচারে ইন্টেল সবসময়ই এগিয়ে।
No comments:
Post a Comment