প্লেষ্টেশন নেটওয়ার্কে আক্রমন করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যগুলি চুরি করা হয়েছে, সনি আক্রমনের বিস্তারিত তথ্য প্রকাশ করবে। সেইসাথে নেটওয়ার্ক চালু করার সময় জানানো হবে আজই। গতকাল (শনিবার) এক সংবাদ সন্মেলনে তারা একথা জানায়। তাদের অনলাইন নেটওয়ার্কে হ্যাকাররা আক্রমন চালিয়েছে যেখানে ধারনা করা হচ্ছে ক্রেডিট কার্ড তথ্য পর্যন্ত চুরি হতে পারে। ২০ তারিখের আক্রমনের কারনে নেটওয়ার্ক এখনও বন্ধ রাখা হয়েছে।
সনির প্লেষ্টেশন নেটওয়ার্ক এবং মিউজিক সার্ভিসের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ কোটি। আমেরিকা, বৃটেন, অষ্ট্রেলিয়া, হংকং এই হ্যাকিং এর তদন্ত করছে।
যে বড় ধরনের আক্রমনের ঘটনা ঘটেছে তাতে ক্রেডিট কার্ড তথ্য চুরির সম্ভাবনা প্রবল। সনি জানিয়েছে ক্রেডিট কার্ডের তথ্য এনক্রিপ্ট করা, তবে তথ্য হাতছাড়া হওয়ার সম্ভাবনা তারা অস্বিকার করেনি।
সনির নামে আমেরিকায় মামলা করা হয়েছে অবহেলার কারনে দোষী করে। বাইরে থেকে আক্রমনের কথা বললেও হ্যাকারকে শনাক্ত করা গেছে কিনা সেটা জানায়নি সনি।
No comments:
Post a Comment