নোকিয়ার সেটে উইন্ডোজ ফোন অপারেটিং সিষ্টেম নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ডব্লিউ৭ এবং ডব্লিউ৮। এদের মধ্যে ডব্লিউ৭ কে তৈরী করা হচ্ছে এক্স৭ এর হার্ডঅয়্যারের ওপর ভিত্তি করে এবং ডব্লিউ৮ তৈরী হচ্ছে এন-৮ এর মত করে।
ডব্লিউ৭ মডেলটি তাদের নিজেদের মধ্যে ব্যবহার করা হচ্ছে। এটাই প্রথমে বাজারে আসবে। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং ফ্লাশ।
নোকিয়ার পরিকল্পনা অনুযায়ী আগামী বছরে ডজনখানেক উইন্ডোজ ফোন বাজারে আসার কথা। এই ফোনটি এবছরই শেষদিকে আসবে নাকি আগামী বছরের শুরুতে জানা যায়নি।
No comments:
Post a Comment