কিন্ডলে ইবুক রিডারের দাম কমাচ্ছে আমাজন। এজন্য আয়ের যে কমতি সেটা পুরন করতে সেখানে যোগ করা হচ্ছে অনস্ক্রিন বিজ্ঞাপন। তারা জানিয়েছে ১১৪ ডলারে নতুন কিন্ডলে কেনা যাবে (বর্তমানের সবচেয়ে কম দামের থেকেও ২৫ ডলার কম), এতে হোমপেজের নিচের দিকে এবং স্ক্রীন সেভার হিসেবে বিজ্ঞাপন দেখা যাবে। সবচেয়ে নতুন এই ই-রিডার বিক্রি শুরু হবে মে মাসের ৩ তারিখ থেকে।
আমাজন তাদের কিন্ডলে বিক্রি শুরু করেছিল ৩৯৯ ডলার দিয়ে। সেটা ২০০৭ সালের কথা। এরপর ক্রমাগত এর দাম কমানো হয়েছে। কাজেই দাম কমানোর বিষয়টি নতুন না। নতুনত্ব হচ্ছে এতে বিজ্ঞাপন যোগ করা। শুরুতে স্ক্রীনসেভারে বিজ্ঞাপন হিসেবে দেখানো হবে জেনারেল মোটর এর বুইক গাড়ি, প্রক্টর এন্ড গ্যাম্বল এর কসমেটিক, ভিসা, জেপি মরগ্যান এদের পেমেন্ট পদ্ধতি।
একসময় বাজারে আধিপত্য থাকলেও ক্রমেই এপলের আইপ্যাড এবং অন্যান্য ট্যাবলেটের সাথে প্রতিযোগিতা জোরালো হচ্ছে। কাজেই দাম কমাতে নতুন পদ্ধতি আনতে হচ্ছে তাদের।
বিজ্ঞাপনগুলি নিজে থেকেই পরিবর্তিত হবে। বিজ্ঞাপনে ক্লিক করে আমাজনের সাথে যোগাযোগ করা যাবে। তবে বইয়ের মধ্যে কোন বিজ্ঞাপন থাকবে না বলে নিশ্চিত করেছে তারা।
No comments:
Post a Comment