নোকিয়া তাদের অভি ম্যাপে বড় ধরনের পরিবর্তন এনেছে। একটি শহর তো বটেই, একেবারে নির্দিস্ট বিল্ডিং পর্যন্ত থ্রিডি মডেল স্পষ্টভাবে দেখা যাবে তাদের সাথে সি৩ এর মিলিত প্রযুক্তির এই পরিবর্তনে। আপাতত শুধুমাত্র কম্পিউটারে ব্যবহারে করা যাবে এটা। এজন্য অভি-ম্যাপ ব্রাউজার প্লাগইন ইনষ্টল করে নিতে হবে।
থ্রিডি মডেল নিজে থেকেই তৈরী হবে বিভিন্ন কোন থেকে উঠানো ফটোগ্রাফ ব্যবহার করে। সি৩ এর বক্তব্য তাদের পদ্ধতি প্রতি পিক্সেলে ৮-১২ সেমি পর্যন্ত নিখুত। ততটা হোক বা নাই হোক, ফল যে চমকে দেয়ার মত তাতে সন্দেহ নেই।
বর্তমানে ব্যবহারের জন্য ২১টি শহর এর ম্যাপ রয়েছে। আর রয়েছে ৫টি শহরের রাস্তার ছবি। একে গুগলের ষ্ট্রিট ভিউ এরসাথে তুলনা করা যেতে পারে।
আশা করা যায় আগামীতে মোবাইল ফোনে এটা ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment