আমেরিকায় ২০১০ সালে ইন্টারনেট থেকে বিজ্ঞাপনের আয় নতুন রেকর্ড গড়েছে। প্রাইসওয়াটারহাউস কুপারস জানাচ্ছে গতবছর এইখাতে মোট আয় ২৬০০ কোটি ডলার। আগের বছরের তুলনায় ১৫ ভাগ বেশি। এর আগের রেকর্ড ছিল ২০০৮ সালের ২৩৪০ কোটি ডলার।
জরিপে উল্লেখ করা হয়েছে বছরের শেষ ৩ মাসে রেকর্ড ৭৪০ কোটি ডলার আয় হয়েছে অনলাইন বিজ্ঞাপন থেকে। এটা আগের বছরের তুলনায় শতকরা ১৯ ভাগ বেশি।
বিজ্ঞাপনের ধরনের মধ্যে শীর্ষে রয়েছে সার্চ। শতকরা ৪৬ ভাগ, অর্থের হিসেবে ১২০০ কোটি ডলার। এরপর রয়েছে ডিসপ্লে এড, শতকরা ৩৮ ভাগ, ৯৯০ কোটি ডলার। এই ভাগের মধ্যে রয়েছে ব্যানার, ভিডিও ইত্যাদি। ক্লাশিফাইড বিজ্ঞাপন রয়েছে ৩য় স্থানে, শতকরা ১০ ভাগ যায়গা নিয়ে।
প্রাইসওয়াটারহাউস কুপারস এর পক্ষ থেকে বলা হয়েছে মানুষ ডিজিটাল ভিডিও এবং সোস্যাল মিডিয়া সাইটের কারনে ইন্টারনেটে বেশি সময় কাটাচ্ছে। এর ফল হিসেবে বিজ্ঞাপন ব্যবসা ভাল করছে।
এই রিপোর্টে অনুমান করা হয়েছে গতবছর আমেরিকায় মোবাইল বিজ্ঞাপন থেকে আয় ৫৫ কোটি থেকে ৬৫ কোটি ডলারের মধ্যে।
No comments:
Post a Comment