কয়েকদিন আগে এপল মামলা করেছে স্যামসাং এর নামে। তাদের বক্তব্য স্যামসাং তাদের গ্যালাক্সি ফোন এবং ট্যাবলেটে তাদের আইফোন এবং আইপ্যাডের প্রযুক্তি কপি করে ব্যবহার করেছে। এবার স্যামসাং মামলা করেছে এপলের নামে। তাদের অভিযোগ এপল তাদের ১০টি স্মার্টফোন এবং কম্পিউটারের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করেছে।
স্যামসাং মামলা করেছে কোরিয়া, জাপান এবং জার্মানীতে। গত কয়েক বছরে এপল, মাইক্রোসফট, নোকিয়া, এইচটিসি এদের মধ্যে পাল্টাপাল্টি মামলা লেগেই রয়েছে। প্রতিটি মামলাই তাদের নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি অন্য ব্যবহার করেছে এই অভিযোগ নিয়ে।
No comments:
Post a Comment