ফ্লাশ নিয়ে এপল-এডবি বিরোধ ভদ্রতাকে ছাড়িয়ে গেছে। একসময় এপল ফ্লাশ ব্যবহার করবে না বলে ঘোষনা দিয়েছে। অন্যদিকে ইন্টারনেটে ফ্লাশ ভিডিও, এনিমেশন ইত্যাদির ব্যবহার এতটাই বেশি যে তাকে উপেক্ষা করা যায় না। এপল জানাচ্ছে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করে ফ্লাশে তৈরী সবকিছূ দেখানো ব্যবস্থা করছে। এইচটিটিপি লাইভ ষ্ট্রিমিং (এইচএলএস) নামের এই প্রযুক্তি এপল অপারেটিং সিষ্টেমে ফ্লাশ ভিডিও দেখার সুযোগ করে দেবে।
এর আগে এডবি এইচটিটিপি ডায়নামিক ষ্ট্রিমিং (এইচডিএস) নামে এক পদ্ধতিতে এধরনের প্রযুক্তি ব্যবহার করেছে। এইচএলএস এর কাজের পরিধি তারথেকে বেশি। অবশ্য মাইক্রোসফট এইচএলএস প্রযুক্তি ব্যবহার করছে ২০০৯ সাল থেকে তাদের সিলভারলাইট ভিডিও এপল অপারেটিং সিষ্টেমে ব্যবহারের জন্য।
এর সাহায্যে ফ্লাশের সবকিছুই ব্যবহার করা যাবে এটা বলা হচ্ছে না। যেমন ফ্লাশ ব্যানার কিংবা ওয়েবসাইটের শুরুর এনিমেশন দেখা যাবে না। কিংবা ফ্লাশ গেম খেলা যাবে না। বলা হচ্ছে এইচটিএমএল৫ এর উন্নতির সাথেসাথে এদিকেও উন্নতি হবে।
ফ্লাশ থেকে সরে যাওয়ায় এপল আসলে বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়নি। বরং নিজেরাই শক্ত ভিত্তির ওপর দাড়াচ্ছে।
No comments:
Post a Comment