ভিসা কিংবা মাষ্টারকার্ডের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে ডিসকভার। কিন্তু নতুন এক সেবা চালু করেছে যা তাদেরকে সহজেই জনপ্রিয় করতে পারে। কার্ড ব্যবহারকারীরা বিশ্বের ৬০টি দেশে এমন ব্যক্তির কাছে টাকা পাঠাতে পারবেন যার শুধুমাত্র মোবাইল ফোন অথবা ইমেইল এড্রেস রয়েছে। কাজটি করা পে-পলের সাথে যৌথভাবে, কিন্তু এজন্য পে-পল একাউন্ট থাকা প্রয়োজন নেই।
এই ব্যবস্থায় প্রেরকের কাছে কোন ফি নেয়া হবে না। এমনকি প্রথম ৩ হাজার ডলার পাঠানোর জন্য তারা শতকরা ০.২৫ ভাগ ক্যাশব্যাক সুবিধে পাবেন।
বর্তমানে পে-পল ব্যবহার করে ২৩ কোটি মানুষ। কাজেই এই ব্যবস্থায় পে-পল এবং ডিসকভার দুজনেই উপকৃত হবে ধারনা করা যায়। সেইসাথে উপকৃত হবে সাধারন মানুষও।
No comments:
Post a Comment