ইন্টেলের একটি গোপন ডকুমেন্ট প্রকাশ পাওয়ায় অনেকে অনুমান করছেন তাদের আগামী প্যানথার পয়েন্ট চিপসেটে ইউএসবি ৩.০ যোগ করা হবে। তাদের প্রতিযোগি এএমডি উত্তর দিতে সময় নেয়নি। একদিনেরও কম সময়ে তারা নিশ্চিত করেছে তাদের এ৭৫ এবং এ৭০এম ফিউসন চিপে বর্তমান ইউএসবি ২.০ থেকে ১০ গুন দ্রতগতির ইউএসবি ৩.০ যোগ করছে।
অবশ্য সেটা কখন করা হবে সেবিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি। তারপরও, আনুষ্ঠানিকভাবে জানানোর ক্ষেত্রে তারা ইন্টেল থেকে এগিয়ে।
No comments:
Post a Comment