মাইক্রোসফট বছরের ৩ মাসের হিসেব প্রকাশ করার পরদিনই তাদের শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে। গতকাল তাদের শেয়ারের মুল্য ৫% কমে যায়। যদিও ওয়ালষ্ট্রিটের অনুমানের থেকে তারা এই সময়ে ভাল ব্যবসা করেছে। বিনিয়োগকারীরা এরপরও শংকিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই টেক-কোম্পানীর ভবিষ্যত নিয়ে।
বিনিয়োগকারীরা চিন্তার কারন হচ্ছে উইন্ডোজ ভিত্তিক কম্পিউটারের বিক্রি কমে যাওয়া। গবেষনা সংস্থা গার্টনারের হিসেবে পিসির বিক্রি ১ ভাগ কমে গেছে। মাইক্রোসফটের হিসেব তারসাথে মানানসই। সবমিলিয়ে যা লাভ হচ্ছে তাতে আবার ভাগ বসাচ্ছে এক্সবক্স। এছাড়া তাদের অনলাইন ব্যবসা চলছে ক্ষতির মধ্যে দিয়ে।
যদিও তাদের ব্যবসা এখনও ভাল কিন্তু আগামীতে ট্যাবলেটের সাথে প্রতিযোগিতায় তারা কতটা ভাল করতে পারবে সেনিয়ে অনেকেরই আশংকা রয়েছে। গতবছর তারা এপলের কাছে প্রযুক্তি-কোম্পানীর শীর্ষস্থান হারায়। অনেকে এখনই আইবিএম এর সাথে তুলনা করতে শুরু করেছেন।
বাজার মুল্য অনুযায়ী এপলের কোম্পানী মুল্য ৩২ হাজার কোটি ডলার, দ্বিতীয় স্থানে থাকা মাইক্রোসফটের মুল্য ২২ হাজার কোটি ডলার এবং তৃতীয় অবস্থানের আইবিএম এর মুল্য ২০ হাজার কোটি ডলার।
No comments:
Post a Comment