ওপেনসোর্স মোবাইল অপারেটিং সফটঅয়্যার আক্রমন করা সহজ এটা মনে করা স্বাভাবিক। এন্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি জানাচ্ছে এরজণ্য অন্তত ৭০টি ভাইরাস (মালঅয়্যার) বর্তমানেই রয়েছে এবং আগামীতে আরো অনেক বেশি দেখা যাবে। গুগল এরই মধ্যে ক্ষতিকর হতে পারে এমন সফটঅয়্যার মার্কেট থেকে বাদ দিয়েছে।
যেভাবে এন্ড্রয়েডের ভাইরাস বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে গুগল এখন পর্যন্ত এর কোন সমাধানের পথ খুজে পায়নি।
এন্ড্রয়েড মার্কেটে নিজের তৈরী সফটঅয়্যার পাঠানোর ব্যভস্থা তুলনামুলক সহজ। অনেকেই মনে করছেন তাদেরকেও এপলের মত বিধিনিষেধ আরোপ করতে হতে পারে।
No comments:
Post a Comment