গুগল ডকস নামের ডকুমেন্ট ম্যানেজমেন্ট মুলত ইন্টারনেট ভিত্তিক একটি ব্যবস্থা যেখানে ডকুমেন্টকে ইন্টারনেটে রেখে বিভিন্ন যায়গা থেকে বিভিন্ন ব্যক্তি ব্যবহারের সুযোগ পান। এই সুবিধে মোবাইল ফোনে আনার জন্য এন্ড্রয়েড সফটঅয়্যার তৈরী করা হয়েছে। গুগলের একাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি মোবাইল ফোনেই ডকুমেন্ট ওপেন, এডিট করার সুযোগ পাবেন। মোবাইলের কন্ট্যাক্ট ব্যবহার করে সরাসরি ডকুমেন্ট শেয়ার করা যাবে।
এতে ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে নতুন ডকুমেন্ট তৈরী করা যাবে। ওসিআর (অপটিকাল ক্যারেকটার রিকগনিশন) সফটঅয়্যার এই ছবিকে টেক্সট এ রুপান্তর করবে। ফলে ব্যবহারকারী সরাসরি মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করেই বই স্ক্যান করার সুযোগ পাবেন।
No comments:
Post a Comment