ওয়ার্ডপ্রেসের বিনামুল্যের হোষ্টিং ব্যবস্থায় আক্রমন করেছে হ্যাকাররা। ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে ব্যবহারকারীদের শতর্ক করে জানানো হয়েছে তারা যেন আগের পাশওয়ার্ড বদলে ফেলেন এবং সাবধানে থাকেন। তাদের সার্ভার থেকে বিভিন্ন কোড চুরি হয়েছে। সেইসাথে পাশওয়ার্ড, ইমেইল এড্রেস ইত্যাদি চুরি হতে পারে। ঠিক কি পরিমান তথ্য হাতছাড়া হয়েছে সেটা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
ওয়ার্ডপ্রেস দুধরনের সেবা দিয়ে থাকে। একটিতে ডোমেন-হোষ্টিং এর জন্য কোন ব্যয় না করে বিনামুল্যে তাদের সেবা নিয়ে ব্লগ ব্যবহার করা যায় www.wordpress.com , অপরটি তাদের সফটঅয়্যার ডাউনলোড করে নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করা যায় (www.wordpress.org) । আক্রমনের ঘটনা ঘটেছে প্রথমটিতে। যারা নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করেন তারা এতে ক্ষতিগ্রস্থ হবেন না বলে জানানো হয়েছে।
No comments:
Post a Comment