এপলের আইপ্যাড ২ তে সরাসরি থ্রিডি দেখার ব্যবস্থা আনা হচ্ছে। সামনের দিকের ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মাথা অনুসরন করে এবং সাথে সফটঅয়্যার ব্যবহারে একাজ করা হচ্ছে। এখন পর্যন্ত এটা টেকনিক্যাল ডেমো, কিন্তু যা ফল পাওয়া গেছে সেটা আশাব্যাঞ্জক। এপলের আইপ্যাড ব্যবহার করে সত্যিকারের থ্রিডি আনার এই কাজটি করছে ইএইচসিআই রিসার্চ গ্রুপ।
তারা এই সফটঅয়্যারের নাম দিয়েছে হেড কাপলড পারসপেকটিভ অন মোবাইল ডিভাইসেস। এখানে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে তারা এক্সিলারোমিটার ব্যবহার করেনি, বরং সামনের দিকের ক্যামেরা ব্যবহার করেছে। বর্তমানের অর্ধিকাংশ নতুন ফোনগুলিতে এধরনের ক্যামেরা ব্যবহার করা হয়। কাজেই বাস্তবে এই সফটঅয়্যার চালু হলে থ্রিডির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আশা করতে পারেন।
খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে এই সফটঅয়্যার ছাড়া হবে।
No comments:
Post a Comment