ইউটিউব ব্রাউজারভিত্তিক ভিডিও এডিটর আপডেট করা হয়েছে। এবং এই পরিবর্তন বেশ বড় ধরনের। ভিডিওতে হাত কাপার বিষয় থাকলে তা ঠিক করে স্থির ভিডিও পাওয়া যাবে এবং টুডি ভিডিওকে থ্রিডিতে পরিনত করা যাবে।
ষ্ট্যাবিলাইজেশনের জন্য গ্রিন প্যারট পিকচার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গুগল সম্প্রতি এই কোম্পানী কিনেছে। ট্রাইপড ব্যবহার না করে হাতে ধরে ভিডিও করার কারনে ভিডিওতে কাপাকাপি থাকলে সেটি বাদ দিয়ে সেখানে ক্যামেরার গতিপথ অনুযায়ী বিশেষ ফ্রেম ব্যবহার করে। ফল হিসেবে পাওয়া যায় ভালমানের ভিডিও। অবশ্য এই পদ্ধতির কিছু সমস্যাও রয়েছে। ভিডিওর ডিটেল কমে যেতে পারে। কাজটি চুড়ান্ত করার আগে প্রিভিউ দেখে নেয়ার ব্যবস্থা রয়েছে।
আরেকটি বিষয় হচ্ছে থ্রিডি ভিডিও তৈরী। এই ব্যবস্থায় দুটি পৃথক ষ্ট্রিম ব্যবহার করে থ্রিডি তৈরী করা হয়।
No comments:
Post a Comment