বিশ্বের সবেচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিষ্টেম উইন্ডোজের ট্যাবলেট ভার্শন বানাতে যাচ্ছে মাইক্রোসফট। পিসির ক্ষেত্রে অপ্রতিদ্বন্দি এই অপারেটিং সিষ্টেম এর মোবাইল ফোন ভার্শন উইন্ডোজ ফোন ৭ যখন দ্রুত জনপ্রিয় হচ্ছে তখন একথা জানানো হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে।
নতুন এই অপরেটিং সিষ্টেম আরম এর তৈরী প্রসেসরে কাজ করবে। বিশ্বের অধিকাংশ ট্যাবলেট এবং স্মার্টফোনের প্রসেসর এদের তৈরী। এরফলে ট্যাবলেট জাতিয় ডিভাইসে মাইক্রোসফট নিজের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবে।
এদিকে মাইক্রোসফট জানিয়েছে তাদের উইন্ডোজ ফোন ৭ বাজারে আসার ৬ সপ্তাহের মধ্যে বিক্রি হয়েছে ১৫ লক্ষ। তারা এজন্য ৫০ কোটি ডলার ব্যয় করছে বলে বলা হয়। যার অর্থ নিজেদের খরচে ব্যবহারকারীকে বিনামুল্যে এই অপারেটিং সিষ্টেম দেয়ার চেষ্টা করছে তারা। যদিও এরপরও এপলের আইফোনের সাথে সত্যিকারের প্রতিদ্বন্দিতা নেই। আগামী বছর আড়াই কোটি উইন্ডোজ ফোন ৭ বিক্রি হবে বলে অনুমান করা হয়েছে যেখানে আইফোন বিক্রি হওয়ার কথা ৬ কোটি।
No comments:
Post a Comment