ওয়েব পেজ তৈরীর জন্য এইচটিএমএল শেখার জনপ্রিয় সাইট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের ডব্লিউথ্রিসি। বর্তমানে ওয়েব এপ্লিকেশন ব্যবহার কম্পিউটারে সিমাবদ্ধ নেই, মোবাইল ফোন, ট্যাবলেট ইত্যাদিতে জনপ্রিয় হচ্ছে। তারাও তাদের সাইটে এই বিষয়ে তথ্য যোগ করেছে। মোবাইল ফোনের জন্য কিভাবে সফটঅয়্যার তৈরী করতে হবে সে বিষয়ে তথ্য পাওয়া যাবে তাদের কাছেই। আগ্রহ এবং চেষ্টা থাকাই যথেষ্ট, পদ্ধতিগত সবধরনের সহায়তা পাওয়া যাবে তাদের সাইট থেকে।
মোবাইল ওয়েব এপ্লিকেশন বেষ্ট প্রাকটিস নামের এই সাইট তৈরীতে এটিএন্ডটি, বোয়িং, চায়না ইউনিকম, ডাচ টেলিকম, গুগল, নোকিয়া, অপেরা সহ আরো অনেকের সাথে যোগাযোগ করে গাইডলাইন তৈরী করা হয়েছে যেন সফটঅয়্যার সব যায়গায় ঠিকমত কাজ করে।
আগ্রহি হলে ভিজিট করুন তাদের সাইটে
No comments:
Post a Comment