আমাজন তাদের ওয়েব সার্ভার থেকে উইকিলিকসের সাইট বন্ধ করেছে গতকাল বৃহষ্পতিবার। আমেরিকার চাপ এর কারন এমন খবর প্রকাশ পেলে তারা সেটা অস্বিকার করেছে। এছাড়া উইকিলিকস যেন ব্যবহার করা না যায় এজন্য ডিষ্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডিওএস) আক্রমনের কথাও অস্বিকার করেছে তারা।
আমাজনের কথা অনুযায়ী সেবার শর্ত না মানার কারনে এটা বন্ধ করা হয়েছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি কমিটি যে তদন্ত করছে সে কারনে না। এর আগে কমিটির চেয়ারম্যান জো লিবারম্যান আমাজনের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং আমাজনকে উইকিলিকস বর্জনের আহ্বান জানান।
উইকিলিকসের সাইটে আক্রমন করে ব্যবহারকারীদের বাধাগ্রস্থ করায় তারা আমাজনের সার্ভার ব্যবহার করছিল। বর্তমানে তারা ইউরোপের সার্ভার ব্যবহার করছে বলে জানিয়েছে উইকিলিকস।
উইকিলিকস আমাজনের সমালোচনা করে টুইটারের মাধ্যমে জানিয়েছে তারা যদি আমেরিকার সংবিধান মানে (যেখানে মত প্রকাশের স্বাধিনতার কথা রয়েছে) তাহলে তাদের বই ব্যবসা ছেড়ে দেয়া উচিত।
No comments:
Post a Comment