হ্যাকাররা আক্রমন করতে পারে না এমন যায়গা নেই। এটা প্রমান করতেই আক্রমন চালানো হয়েছিল জনপ্রিয় এন্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কাই এর ওয়েবসাইটে। তাদের সাইট ব্যবহার করে ভুয়া সফটঅয়্যার ডাউনলোড করার ব্যবস্থা করা হয়েছে।
ক্যাসপারস্কাই এর পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীরা যখন তাদের সাইট থেকে ডাউনলোডের চেষ্টা করে তখন তাকে অন্য সাইট থেকে বিজ্ঞাপন, পপ-আপ মেসেজ ইত্যাদি দেখানো হয়েছে। এবিষয়ে তাদের পরামর্শ, এমন অবস্থা হলে সরাসরি সেটা বন্ধ করে দেয়াই উত্তম। উইন্ডোজে কন্ট্রোল-অলট-ডিলিট একসাথে চেপে টাস্ক ম্যানেজার থেকে সেটা করা যায়।
তাদের কথা অনুযায়ী সাড়ে ৩ ঘন্টা সময় ধরে ব্যবহারকারীদের ভুয়া এন্টিভাইরাস সাইটে পাঠানো হয়েছে।
এর আগে ২০০৯ সালে ফেব্রুয়ারীতেও তাদের সাইটে আক্রমন করা হয়েছিল। তখন ব্যবহারকারীদের ইমেইল এড্রেস, প্রোডাক্ট একটিভেশন কোড ইত্যাদি চুরি করা হয়েছে।
No comments:
Post a Comment