ই-বুক পাইরেসি ঠেকাতে কাজ করছে এট্রিবিউটর নামে এক কোম্পানী। তাদের এক গবেষনা থেকে তারা জানিয়েছে ই-বুকের পাইরেসি বৃদ্ধি পাচ্ছে। তাদের গবেষনার শিরোনাম ছিল, প্যাড কি আ-বকি পাইরেসি পাড়াচ্ছে। বেশকিছু উল্লেখযোগ্য তথ্য বেরিয়ে আসে এই গবেষনা থেকে।
বলা হচ্ছে গত ১ বছরে অনলাইনে পাইরেটেড ইবুকের সার্চ করার প্রবনতা বৃদ্ধি পেয়েছে শতকরা ৫০ ভাগ। প্রতিদিন গুগল ব্যবহার করে এধরনের ১৫ থেকে ৩০ লক্ষ সার্চ করা হয়।
আইপ্যাড সাধারনভাবে ব্যবহৃত হওয়ার পর এই বৃদ্ধির হার ২০ ভাগ। আগষ্ট ২০০৯ থেকে পাইরেটেড ই-বুকের চাহিদা বেড়েছে ৫৪ ভাগ।
যেসব ছোট ছোট ওয়েবসাইট পাইরেটেড ই-বুক সরবরাহ করত সেগুলি বড় সাইটে যোগ দিয়েছে। এতে অগ্রনী ভুমিকা পালন করছে র্যাপিডশেয়ার।
সবচেয়ে বেশি পাইরেসির শিকার হয়েছে স্টেফানি মেয়ারের ব্রেকিং ডন।
এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আমেরিকা (১১ভাগ), ভারত (১১ ভাগ) এবং মেক্সিকো (৫ ভাগ)।
অবশ্য এটাও ঠিক, পাইরেটেড ই-বুকের চাহিদা যেমন বেড়েছে তেমনি ই-বুকের বিক্রিও বেড়েছে।
এট্রিবিউটর এবিষয়ে সচেতনতা তৈরীর জন্য ম্যাকমিলান এবং কিংষ্টোন পাবলিশিং কোম্পানীর সাথে চুক্তি করেছে। ই-বুকের ন্যায়সংগত বিতরন, লেখকের রয়্যালটি নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সচেতনতা বাড়াতে এই উদ্দ্যোগ।
No comments:
Post a Comment