২০২২ সালের বিশ্বকাপের আয়োজক হতে চায় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এরই আয়োজন হিসেবে তারা তৈরী করছে অভিনব এক ষ্টেডিয়াম। ৮৬,২৫০ জন দর্শকের উপযোগি এই ষ্টেডিয়ামের শক্তি নেয়া হবে সোলার সেল ব্যবহার করে। আর যখন ষ্টেডিয়াম ব্যবহার করা হবে না তখন এই বিদ্যুত সরবরাহ করা হবে পাশের এলাকায়।
লন্ডনের ওয়েম্বলি ষ্টেডিয়ামের স্থপতি ফষ্টার + পার্টনার এটা তৈরী করছে কাতারের রাজধানী দোহায়। এখানে এমন ব্যবস্থা রাখা হবে যা অত্যথিক তাপমাত্রা থেকে খেলোয়ার এবং দর্শকদের রক্ষা করবে, এবং সেটা করা হবে পরিবেশবান্ধব পদ্ধতিতে। উল্লেখ করা যেতে পারে সেখানকার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রী ছাড়িয়ে যায়।
ষ্টেডিয়ামের চারিদিকে থাকবে সুইমিং পুল। দর্শকদের প্রবেশ করার জন্য থাকবে ৬টি ব্রিজ। আর মুল ষ্টেডিয়াম বসানো থাকবে পিলারের ওপর। সেখানে যাতায়াতের সুবিধার জন্য নতুন একটি রাস্তা এবং মেট্রোলাইন বসানো হবে।
আয়োজক হওয়ার প্রতিযোগিতা কাতার ছাড়াও রয়েছে অষ্ট্রেলিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, রাশিয়া, দক্ষিন কোরিয়া, স্পেন এবং আমেরিকা। এবছর ডিসেম্বরে ২০১৮ এবং ২০২২ সালের আয়োজক দেশের নাম ঘোষনা করা হবে।
No comments:
Post a Comment