মোবাইল ফোন নির্মাতা হিসেবে নোকিয়া কিংবা স্যামসাং এর মত পরিচিতি হয়ত সোনিমের নেই, তারপরও তাদের যা আছে তা অন্য কারো নেই। ফোনকে আছড়ে ফেলুন, পানিতে ফেলুন, ধুলাবালির মধ্যে রাখুন, কিছুতেই ফোনের ক্ষতি হবে না। তাদের নতুন ফোন এক্সপি১৩০০ কোর সাথে নিয়ে পানিতে ডুবসাতারও দিতে পারেন।
জিএসএম নেটওয়ার্কের এই ফোনে ২ ইঞ্চি কিউভিজিএ গোরিলা গ্লাশ ডিসপ্লে রয়েছে। বলা হয়েছে সুর্যের আলোতেও এতে স্পষ্ট দেখা যায়। এছাড়া এফএম রেডিও এবং মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে। ব্যাটারীর টক টাইম ১৮ ঘন্টা এবং ষ্ট্যান্ডবাই ৮০০ ঘন্টা।
আইপি৬৮ স্পেসিফিকেশনের এই ফোন নিয়ে ২ মিটার পানিতে নিচে ৩০ মিনিট কাটাতে পারেন, ২ মিটার উচু থেকে কনক্রিটের ওপর ফেলে দিতে পারেন। সেইসাথে ধুলাবালি, আর্দ্রতা, তাপমাত্রা যত বিরুপই হোক ফোনের ক্ষতি হবে না।
নভেম্বরে এটা বাজারে পাওয়া যাবে। দাম ৪০০ ডলার।
No comments:
Post a Comment