বেটা ভার্শন রিলিজ দেয়ার পর থেকেই ব্যবহারকারীরা অপেক্ষা করে রয়েছে কখন উইন্ডোজ ৭ এর সার্ভিস প্যাক ছাড়া হবে। সেই প্রতিক্ষার দিন শেষ হয়েছে। উইন্ডোজ ৭ এবং সার্ভার ২০০৮ রিলিজ ২ এর সার্ভিস প্যাক ১ এর রিলিজ ক্যান্ডিডেট (ফাইনালের আগের ভার্শন) ডাউনলোডের জন্য দেয়া হয়েছে।
আগের ঘোষনা অনুযায়ী সার্ভার ২০০৮ এর একমাত্র নতুন সংযোজন ভিজ্যুয়ালাইজেশন টেকনোলজি, ডায়নামিক মেমোরী এবং রিমোট এফএক্স সম্পর্কিত এবং উইন্ডোজ ৭ এর পরিবর্তন এইসব সার্ভারভিত্তিক ফিচারগুলি ব্যবহারের সুযোগ। এর বাইরে উইন্ডোজ ৭ এ নতুন কিছু যোগ করা হয়নি।
তারপরও যদি আগ্রহ থাকে ডাউনলোড করতে পারেন তাদের ওয়েবসাইট থেকে।
No comments:
Post a Comment