শিশুকে দেখাশোনা করা নিশ্চয়ই কঠিন কাজ। শুধু যে সময় দিতে হয় তাই না, সে কোথায় যেতে চায়, কি করতে চায় সেটা বোঝার চেষ্টা করতে হয়। রোবট যদি একাজ করে দেয় তাহলে কেমন হয়।
কিডস ওয়াকার নামের রোবট একাজের জন্যই তৈরী। শিশু যেদিকে যেতে চায় সেদিকে নিয়ে যাবে, যা করতে চায় সেটা করে দেবে। আসলে এটা ঠিক পা ফেলে হাটে না, পায়ের নিচে চাকা ব্যবহার করে। শিশুকে এরমধ্যে বসালে সে সহজেই নিয়ন্ত্রন করবে এই রোবটকে। প্রায় ৫ ফুট উচু এই রোবটের ওজন ৪০০ পাউন্ড।
বর্ননা শুনে অবতার ছবির কথা মনে হচ্ছে হয়তো। আসলে কয়েক বছর আগে শুরুতে এর নাম কিডস ওয়াকার থাকলেও বর্তমানে জাপানে ল্যান্ডওয়াকার নামে পরিচিত। অর্থাৎ চলাচলে সমস্যা থাকলে বড়রাও ব্যবহার করতে পারেন। সেজন্য আকারে বড় করে তৈরী করা হবে।
বাজারে এলে এর দাম হবে ২০ হাজার ডলারের মত।
No comments:
Post a Comment