ইটালি থেকে চীন, ৮ হাজার মাইল দুরত্ব অতিক্রম করেছে চালকবিহীন একটি গাড়ি। সাংহাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে যোগ দিতে। যাত্রায় সময় লেগেছে ৩ মাস। মস্কোর মত শহর ছাড়াও জলাশয়, গোবি মরুভুমি সবকিছুই পাড়ি দিতে হয়েছে যাত্রাপথে। গাড়ির সবকিছু জিপিএস এর সাহায্যে নিয়ন্ত্রন করেছে লেজার স্ক্যানার।
৮ হাজার ৭৮ মাইল যাত্রায় এই গাড়ি সত্যিকার অর্থে থেকে একবার। জ্বালানী নেবার জন্য। এছাড়া প্রতি ৪ ঘন্টা চলার পর চার্জ দেয়ার জন্য থামতে হয়েছে। বুঝতেই পারছেন এটা ব্যাটারীতে চলে।
No comments:
Post a Comment