নভেম্বরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে স্যামসাং এর জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ওয়েভ এর পরবর্তী সংস্করন ওয়েভ ২। এতে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব অপারেটিং সিষ্টেম বাডা। তাদের প্রথম বাডা ফোন এস৮৫০০ এর বড় স্ক্রিন ভার্শন বলা যেতে পারে একে। এতে ব্যবহার করা হয়েছে ৩.৭ ইঞ্চি সুপার ক্লিয়ার এলসিডি টাচস্ক্রিন।
এর প্রসেসর ১ গিগাহার্টজ, ১.৫ গিগাহার্টজ ইন্টারনাল ষ্টোরেজ, সাথে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, সাথে এলইডি ফ্লাশ এবং ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও অপশন এবং সব ধরনের কানেকটিভিটি।
ইউরোপে নভেম্বরে বিক্রি শুরু হলেও স্যামসাং ইউকে এর ঘোষনা অনুযায়ী এটা বৃটেনে পাওয়া যাবে ডিসেম্বরে। দাম উল্লেখ করা হয়েছে ৪৩০ ইউরো।
No comments:
Post a Comment