অরটাচটেক নামটি কি আগে শুনেছেন। সম্ভবত না। তবে ক্যাসিও নামটি পরিচিত। অরটাচটেক ক্যাসিওর সাথে জয়েন্ট ভেনচারে ছোট এবং মাঝারি আকারের ডিসপ্লে তৈরী করে। তারা ৪.৮ ইঞ্চি ফুল হাই ডেফিনিশন রেজ্যুলুশনের ডিসপ্লের ঘোষনা দিয়েছে। ১৯২০-১০৮০ পিক্সেল রেজ্যুলুশনের এই ডিসপ্লেতে হাইপার এমোরফাস সিলিকন টিএফটি ব্যবহার করা হয়েছে। এরকাছে এপলের রেটিনা ডিসপ্লেকে হাস্যকর মনে হবে।
১৬০ ডিগ্রী ভিউয়িং এঙ্গেল, ১৬.৮ মিলিয়ন কালার এবং ৪৫৮ পিপিআই পিক্সেল ডেনসিটি অবিশ্বাস্য স্পষ্ট ছবি দেখাতে সক্ষম। কখন একে ব্যবহারউপযোগি ডিভাইসে কাজে লাগানো হয় সেটাই দেখার।
উল্লেখ করা যেতে পারে ২০০৮ সালে ক্যাসিও ৫৪৬ পিপিআই ডিসপ্লের ঘোষনা দিলেও এখনও সেটা বাজারে আসেনি।
No comments:
Post a Comment