ডিজিটাল পাবলিশিং স্যুইট নামে একটি ব্যবস্থার কথা জানিয়েছে ফটোশপ নির্মাতা এডবি। এর মাধ্যমে প্রকাশক ইবুক তৈরী, প্রকাশ সহ সরাসরি ক্রেতার কাছে বিক্রি করার সুবিধে পাবেন। অন্য বিক্রেতার মাধ্যমে কিংবা এপল এপ ষ্টোরের মত মোবাইল মার্কেটেও বিক্রি করা যাবে। তাদের ক্রিয়েটিভ স্যুইট৫, মুলত ইনডিজাইন ৫ ভিত্তিক এই সফটঅয়্যারের সাহায্যে ই-কমার্স প্রযুক্তি, এনালাইটকস রিপোটিং ব্যবহার করা যাবে।
এডবির বক্তব্য, প্রকাশনা শিল্প নতুনভাবে গড়ে উঠছে। যেকারনে পেশাদার প্রকাশক সহ সকলের জন্য উন্নতমানের কিছু প্রয়োজন।
ব্যবহারকারী এতে পিডিএফ, এইচটিএমএল৫ ব্যবহার করতে পারবেন। এরসাথে আই-ওএস এবং এডবি এয়ার থাকবে ভিউয়ার হিসেবে। ফলে সব ধরনের মাধ্যমে ব্যবহার করা যাবে।
বানিজ্যিকভাবে এই সফটঅয়্যারের প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ এডিশন পাওয়া যাবে ২০১১ সালের দ্বিতীয়ভাগে।
No comments:
Post a Comment