বর্তমানে অনেকের মনে হতে পারে এমপিথ্রি-র ব্যবহার হয়ত সবসময়ই এমনই ছিল। এমপিথ্রি ব্যবহারের সফটঅয়্যারেরও অভাব নেই। অনেকেরই হয়ত জানা নেই এক্ষেত্রে বিপ্লব এনেছিল উইনএ্যাম্প নামের ছোট একটি সফটঅয়্যার। যেটা ব্যবহার করে ছোট আকারে ফাইলে অডিও সিডির মানের গান শোনা যায়। এখনও যারা উইনএ্যাম্প ব্যবহার করেন তাদের জন্য সুসংবাদ, এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমেও ব্যবহার করা যাবে এই সফটঅয়্যার।
উইনএ্যাম্পের বেটা ভার্শন রিলিজ দেয়া হয়েছে। ডাউনলোড করা যাবে এন্ড্রয়েড মার্কেট থেকে। এতে ডেস্কটপ ভার্শনের অনেক কিছুই রয়েছে। কম্পিউটারে উইনএম্প ৫.৫৯ ভার্শন ইনষ্টল করা থাকলে তারসাথে সিংক করা যাবে ইউএসবি কিংবা ব্লুটুথের মাধ্যমে।
এটা ব্যবহারের জন্য এন্ড্রয়েড ২.১ অথবা পরের ভার্শন থাকতে হবে। ডাউনলোড করুন এখান থেকে;
No comments:
Post a Comment