সনি এরিকশন এবং ব্লাকবেরিকে পেছনে ফেলে মোবাইল ফোন বিক্রির তালিকায় ৪ নম্বরে উঠে এসেছে এপল। প্রথম বছরে ১ কোটি ফোন বিক্রি করে চমক সৃষ্টি করেছিল তারা। বর্তমানে প্রতি ৩ মাসে বিক্রি করছে ১ কোটি ৪১ লক্ষ। ২০০৪ সালের পর এই প্রথমবারের মত শীর্ষ পাচ থেকে বাইরে চলে গেছে সনি এরিকশন।
এখনও শীর্ষে থাকা নোকিয়ার বিক্রি কমে গেছে। গত বছরের বাজারের ৩৬.৫ ভাগ অবস্থান থেকে বর্তমানে এসে দাড়িয়েছে ৩২.৪ ভাগে। অবশ্য তারপরও সংখ্যার হিসেবে এপল থেকে বহুদুরে অবস্থান করছে তারা। গত ৩ মাসে তাদের বিক্রি ১১ কোটির বেশি হ্যান্ডসেট। আরেক বড় নির্মাতা এলজির বিক্রি কমেছে ১০.১ ভাগ। বর্তমানে বাজারে তাদের অংশ ৮.৩ ভাগ। ৩ মাসের বিক্রি ২ কোটি ৮৪ লক্ষ।
আর সব কোম্পানী মিলিয়ে মোট মোবাইল বিক্রির সংখ্যা ৩৪ কোটি।
No comments:
Post a Comment