এনভিডিয়া তাদের ফারমি ভিত্তিক কমদামের ছোট আকারের কার্ড বাজারে ছেড়েছে। কিউডা কোর ব্যবহার করা জিটি-৪৩০ নামের এই কার্ডের দাম মাত্র ৮০ ডলার। ডিরেক্টএক্স ১১ কম্পাটিবল ৬.৩ ইঞ্চি মাপের এই কার্ডে সিংগেল স্লট কুলার ব্যবহার করা হয়েছে।
এর প্রধান সুবিধে অবশ্যই এর দাম, কারন এই প্রথম তারা ১০০ ডলারের নিচে উন্নতমানের কার্ড বাজারে আনল। তাদের জিটিএক্স ৪৫০, জিটিএক্স ৪৮০ এদের দাম তুলনামুলক বেশি।
জিফোর্স ৪০০ সিরিজের অন্যান্য কার্ডের মত এতেও জিএফ১০৮ জিপিইউ এবং ফারমি আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। ৭০০ মেগাহর্টিজ কার্ডে ৯৬ কিউডা কোর, ১৬ টেক্সচার ইউনিট রয়েছে। এতে রয়েছে ৮০০ মেগাহার্টজ ১ গিগাবাইট ডিডিআর৩ মেমোরী। জিএফ ১০৮ এর একটি বড় বৈশিষ্ট এটা গরম হয় অত্যন্ত কম।
No comments:
Post a Comment