মুলত মনিটর নির্মাতা হিসেবে পরিচিত ভিউসনিক ট্যাবলেট তৈরীর খাতায় নাম লিখিয়েছে। তারা ভিউপ্যাড নামে ৭ ইঞ্চি মাপের ট্যাবলেট আনতে যাচ্ছে। এতে এন্ড্রয়েড ২.২ ফ্রোয়ো ব্যবহার করা হবে এবং সিমকার্ড লাগানোর ব্যবস্থা থাকবে। ফলে এটা থ্রিজিসহ ফোন হিসেবে ব্যবহার করা যাবে।
অন্যান্য উল্লেখযোগ্য বিষয়ে মধ্যে আছে ব্লু-টুথ এবং মাইক্রোএসডি কার্ড স্লট। এছাড়া ওয়াইফাই এবং জিপিএস রিসিভার। ইউএসবি পোর্টও থাকবে এবং প্রচলিত এন্ড্রয়েড সফটঅয়্যারগুলি ব্যবহার করা যাবে।
ভিউসনিক এর ডিসপ্লে রেজ্যুলুশন এবং ব্যাটারী লাইফ উল্লেখ করেনি। অক্টোবরে এর নমুনা দেখানোর কথা। কাজেই বাজারেও হয়ত আসবে খুব দ্রুতই। এবং এর দামও খুব বেশি হবে না।
No comments:
Post a Comment