নাইকন তাদের ফ্লাগশীপ ক্যামেরা ডি-৯০ এর পরবর্তী মডেল ডি-৭০০০ এর আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে। রেজ্যুলুশন বাড়িয়ে ১৬.২ মেগাপিক্সেল করা, ভিডিওর সময় কন্টিনিউয়াস অটোফোকাসের মত বিষয়গুলি যোগ করা হয়েছে এতে। এছাড়া নতুন EXPEED 2 ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
নতুন মডেল সেকেন্ডে ৬ ফেম হিসেবে ১০০ ছবি উঠাতে সক্ষম। মিটারিং এ পরিবর্তন আনা হয়েছে। নতুন মডেলের থ্রিডি কালার ম্যাট্রিক্স নাইকনের প্রো ক্যামেরার তুলনায় প্রায় দ্বিগুন পিক্সেল ব্যবহার করবে। নতুন মাল্টিক্যাম ৪৮০০ডিএক্স সেন্সর ৩৯ অটোফোকাস পয়েন্ট ব্যবহার করবে। ১০০ কাভারেজও আরেকটি উল্লেখযোগ্য বিষয়। দুটি মেমোরীকার্ড স্লট রয়েছে।
সংক্ষেপে আগের মডেল থেকে অনেককিছুই উন্নত করা হয়েছে নতুন মডেলে। ডি-৭০০০ বাজারে পাওয়া যাবে অক্টোবর থেকে। ১৮-১০৫মিমি কিটলেন্সসহ দাম ১৫০০ ডলার, লেন্সবাদের ১২০০ ডলার।
সংক্ষেপে আগের মডেল থেকে অনেককিছুই উন্নত করা হয়েছে নতুন মডেলে। ডি-৭০০০ বাজারে পাওয়া যাবে অক্টোবর থেকে। ১৮-১০৫মিমি কিটলেন্সসহ দাম ১৫০০ ডলার, লেন্সবাদের ১২০০ ডলার।
No comments:
Post a Comment