September 1, 2010

এইচপি থ্রিডি সহ নতুন ল্যাপটপ আনছে New HP laptops and accessories, from Netbooks to 3D

বিশ্বের প্রধান পিসি নির্মাতা এইচপি-র ডুয়াল কোর নেটবুক মিনির কথা আগেই প্রকাশ করা হয়েছে এই ওয়েবসাইটে। এর আনুষ্ঠানিক ঘোষনা ছাড়াও তারা তাদের বাজারে আসতে যাওয়া অন্যান্য বিভিন্ন পন্যের কথা জানিয়েছে। এরমধ্যে রয়েছে থ্রিডি সহ এনভি ১৭ থ্রিডি মডেল এবং অয়্যারলেস টিভি কানেক্ট ডিভাইস।
এটম এন৫৫০ ভিত্তিক ১০ ইঞ্চি স্ক্রিনের মিনি ২১০ এর দাম ৩২৯ ডলার থেকে শুরু।  এতে ব্রডকম এইচডি ভিডিও এক্সিলারেটর এবং জিপিএস রয়েছে। অনেকগুলি ভিন্ন ভিন্ন রঙে এটি এখনই বাজারে পাওয়া যাবে।
ডুয়াল কোর মিনি ২১০৩ তাদের ৫১০২ এর বদলী মডেল। তাদের বিজনেস সিরিজের এই ল্যাপটপে ডিডিআর৩ মেমোরী এবং ৭২০০ আরপিএম হার্ড ড্রাইভ ব্যবহার করা হয়েছে। ইচ্ছে করলে এরসাথে গোবি ব্রডব্যান্ড এবং জিপিএস নেয়া যাবে। এই ল্যাপটপটি পানিরোধক। সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে এটা কিনতে পাওয়া যাবে। দাম ৩৯৯ ডলার থেকে শুরু।
আরো উচু মানের ল্যাপটপের ক্ষেত্রে তাদের এনভি ১৪কে একেবারেই পালটে থ্রিডি যোগ করা হয়েছে, ডিসপ্লে ১৪ ইঞ্চির যায়গায় ১৭ ইঞ্চি করা হয়েছে। এতে ফুল এইচডি রেজ্যুলুশন ব্যবহার করা যাবে। এছাড়া এতে ব্লুরে যোগ করা হয়েছে। কোর আই৫ প্রসেসরের এই ল্যাপটপের দাম ১২৪৯ ডলার।
এর বাইরে তারা অয়্যারলেস টিভি কানেক্ট নামে একটি ডিভাইস আনছে যেটা ব্যবহার করে কম্পিউটারের স্ক্রিনকে তারের সংযোগ ছাড়াই টিভিতে দেখা যাবে। এইচডিএমআই পোর্টসহ যে কোন ল্যাপটপে এটা ব্যবহার করা যাবে। এর দাম ১৯৯ ডলার। বাজারে পাওয়া যাবে অক্টোবর থেকে।

No comments:

Post a Comment