September 1, 2010

লজিটেকের অয়্যারলেস এবং ল্যাপটপ স্পিকার Logitech portable and Laptop speaker

নতুন দুটি স্পিকার বাজারে ছেড়েছে লজিটেক। জেড ৫১৫ স্পিকারটি ৫০ ফুট দুর থেকেও তারের সংযোগ ছাড়া কাজ করবে। এজন্য ২.৪ গিগাহার্টজ অয়্যারলেস কানেকশনের ব্যবস্থা রয়েছে। ইউএসবি পোর্টে এডাপটার লাগালেই এটা ব্যবহার করা যাবে। এরসাথে অন্য কিছুর সংযোগ দেয়ার জন্য ৩.৫মিমি ষ্টেরিও জ্যাক রয়েছে।
দুটি ২ ইঞ্চি স্পিকারের এই সেটটি রিচার্জেবল ব্যাটারী থেকে চালানো যাবে এবং এক চার্জে ১০ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। কাজেই বাড়ির বাইরে নিতে কোন সমস্যা নেই।
এর দাম ১০০ ডলার।
তাদের জেড২০৫ স্পিকারটি গতবছর খুব ভাল স্পিকারের রেটিং পেয়েছিল। তারই উন্নত সংস্করন জেড৩০৫। ল্যাপটের ইউএসবি পোর্টে সংযোগ দিয়ে মুল স্পিকারকে ডিসপ্লের পিছনদিকে আটকে দিন। ল্যাপটপ থেকেই পাওয়া যাবে নিখুত শব্দ। এর মধ্যেও রয়েছে ডুয়াল ২ ইঞ্চি স্পিকার।
ইউএসবি পোর্টে সংযোগ দিলেই এটা প্রয়োজনিয় বিদ্যুত পায়। এছাড়া এরসাথে এমপিথ্রি প্লেয়ার বা অন্য কোন ডিভাইস থেকে সংযোগ দেয়ার জন্য ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে।
এর দাম ৬০ ডলার।

No comments:

Post a Comment