রাস্তায় নিরাপদে চলাচলের জন্য আলো প্রয়োজন। অনেক দেশেই মানুষকে রীতিমত হিমসিম খেতে হয় এটা সামলাতে। শহরের বাইরে, কিংবা প্রত্যন্ত অঞ্চলে। এসমস্যার সমাধান দিতে আনা হচ্ছে সৌরশক্তির এলইডি বাতি। প্রথমত, এগুলির জন্য কোন বিদ্যুত সংযোগ প্রয়োজন নেই। কাজ করবে নিজে থেকেই। অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে উজ্জল আলো এবং দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা। লাইট সাইন্স নামের এক প্রতিষ্ঠান এধরনের বাতি বসাচ্ছে মেক্সিকো সিটির ২৩ কিলোমিটার রাস্তায়।
লাইট সাইন্স জানিয়েছে এগুলি ১০০ ওয়াটের ৫০০০ তে বাতিগুলি বর্তমানের এইচআইডি বাতি থেকে ৫০ভাগ বেশি উজ্জ্বল। এগুলি অল্প ভোল্টেজে চলবে। এই শক্তি সুর্যের আলো কিংবা বাতাস থেকেও পাওয়া যেতে পারে।
এর আরো বৈশিষ্ট এটা আলো ছড়াবে সব যায়গায় সমানভাবে। একটি বাতির ৬০ হাজার ঘন্টা ব্যবহার করা যাবে এবং এই সময় কোনধরনের রক্ষাবেক্ষনের খরচ হবে না। কারন বর্তমানের বাতির মত কোন জটিলতা নেই এতে। যদি কোন সমস্যা হয় তাহলে একটি দরজা টেনে বাইরে আনা যাবে, সেটা খোলার জন্য স্ক্রু-ড্রাইভার প্রয়োজন হবে না।
আবহাওয়ার কথাও মাথায় রাখা হয়েছে। এটা কাজ করবে -৪০ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়।
No comments:
Post a Comment