August 3, 2010

মোবাইল ফোনের বিক্রি বেড়েছে, এন্ড্রয়েড এগিয়ে Smartphone market grows, Android steams ahead

ত্রৈমাসিক বিক্রির হিসেবে গত বছরের তুলনায় এবছর দ্বিতয়ভাগে মোবাইল ফোনের বিক্রি বেড়েছে শতকরা ৬৪ ভাগ। সব বড় কোম্পানীর বিক্রি যেমন বেড়েছে তেমনি অপারেটিং সিষ্টেমের হিসেবে সবাইকে ছাড়িয়ে গেছে এন্ড্রয়েড। গতবছরের তুলনায় বৃদ্ধির হার ৮৮৬ ভাগ। আমেরিকায় বিক্রি হয়ে প্রায় দেড় কোটি স্মার্টফোন যার ৩৪ শতাংশ এন্ড্রয়েডভিত্তিক।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোনের বাজার চীনেও এন্ড্রয়েডের বিক্রি উল্লেখ করার মত। গতবছর যেখানে কোন বিক্রি ছিল না সেখানে বর্তমানে বাজারের ৭ শতাংশ যায়গা দখল করেছে এন্ড্রয়েড। চীনের নিজস্ব এন্ড্রয়েডভিত্তিক ওএমএস (ওপেন মোবাইল সিষ্টেম বা ওফোন) এর ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে।
কোম্পানী হিসেবে নোকিয়া শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের বিক্রি ২ কোটি ৩৮ লক্ষ, গতবছরের তুলনায় ৪১ ভাগ বেশি। মোট বাজারের ৩৮ ভাগ তাদের দখলে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্লাকবেরী নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম)। মুলত উত্তর এবং দক্ষিন আমেরিকায় তাদের বিক্রি সবচেয়ে বেশি। এপল রয়েছে তৃতীয় স্থানে।

No comments:

Post a Comment