রিকো তাদের লংজুম কম্প্যাক্ট ক্যামেরা সিএক্স৩ আপডেট করে সিএক্স৪ নামে বাজারে আনার কথা জানিয়েছে। ১০ মেগাপিক্সেল ব্যাক ইল্যুমিনেটেড সিমোস সেন্সরের এই ক্যামেরায় ১০.৭এক্স ফোল্ডিং অপটিক্যাল জুম (২৮-৩০০মিমি), সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ৩ ইঞ্চি হাই রেজ্যুলুশন ডিসপ্লে, এসডি/এসডিএইচসি ষ্টোরেজ এবং কাষ্টম লিথিয়াম-আয়ন ব্যাটারী রয়েছে।
আগের মডেল থেকে এতে ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ইন্নত করা হয়েছে। নয়েজ প্রসেসিং পদ্ধতি উন্নত করা হয়েছে। এই কারনে আইএসও কমানো হয়েছে। এছাড়গা মাল্টিশট নাইট ল্যান্ডস্কেপ মোড যোগ করা হয়েছে। ব্যাটারীর কর্মক্ষমতা বাড়ানো হয়েছে। আগের থেকে আরো ২০টি বেশি ছবি উঠানো যাবে এক চার্জে।
সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে জাপানে বিক্রি শুরু হবে এবং মাসে ৫০ হাজার ইউনিট করে তৈরী করা হবে বলে জানানো হয়েছে। দাম জানানো হয়নি।
No comments:
Post a Comment