বারার্ড লুকাস তাদের নতুন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করেছে। মুক্তভাবে থাকা প্রানীর ছবি পাঠাতে হবে এই প্রতিযোগিতায়। অংশগ্রহনের জন্য কোন ফি নেই। পুরস্কার ক্যাননের ৭ডি ক্যামেরা সহ লেন্সবেবি কম্পোজার এবং স্মাগমাগ প্রো একাউন্ট। ছবি পাঠাতে হবে ৩১ অক্টোবর ২০১০ এর মধ্যে।
প্রতিযোগিতার বিষয় ওয়াইল্ডলাইফ, কাজেই এতে পোষা প্রানীর ছবি পাঠানো যাবে না। এমনকি গবাদীপশুর ছবিও গ্রহন করা হবে না। অংশগ্রহনকারী বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অংশগ্রহনকারী শুধুমাত্র নিজের উঠানো ছবিই পাঠাবেন। পাঠানো ছবির মাপ যে কোন দিকে কমপক্ষে ১০২৪ পিক্সেল হতে হবে। কোন ওয়াটারমার্ক কিংবা বর্ডার ব্যবহার করা যাবে না, তবে সবসময়ই ছবির সাথে ফটোগ্রাফারের পরিচিতি ব্যবহার করা হবে। এই ছবিগুলিকে ফটোগ্রাফারের সাথে আলোচনা না করে কখনোই বানিজ্যিকভাবে ব্যবহার করা হবে না।
একজন প্রতিযোগি সর্বোচ্চ ৩টি ছবি পাঠাতে পারবেন।
No comments:
Post a Comment