৭টি নতুন কম্প্যাক্ট ক্যামেরার ঘোষনা দিয়েছে অলিম্পাস। এগুলি হচ্ছে অলিম্পাস টি-১০, অলিম্পাস টি-১১০, এফই-৪০৫০, এফই-৫০৪০, এফই-৫০৫০, ষ্টাইলাস ৭০৫০ (মিউ-৭০৫০) এবং এফই-৪৮।
টি-১০ ক্যামেরায় ১০ মেগাপিক্সেল সেন্সরের সাথে রয়েছে আনষ্ট্যাবিলাইজড ৩এক্স অপটিক্যাল জুম (৩৬-১০৮মিমি), ২.৪ ইঞ্চি এলসিডি। এতে দুটি এএ ব্যাটারী ব্যবহার করতে হবে। এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে।
টি-১১০ মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর, ৩এক্স আনষ্ট্যাবিলাইজড অপটিক্যাল জুম, ২.৭ ইঞ্চি ডিসপ্লে। এর জন্য নিজস্ব লিথিয়াম আয়ন ব্যাটারী রয়েছে।
এফই-৪০৫০ মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর, আনষ্ট্যাবিলাইজড ৪এক্স জুম, ২.৭ ইঞ্চি ডিসপ্লে এবং নিজস্ব লিথিয়াম আয়ন ব্যাটারী।
এফই-৫০৪০ মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর, ৫এক্স আনষ্ট্যাবিলাইজড জুম লেন্স, ২.৭ ইঞ্চি ডিসপ্লে, লিথিয়াম আয়ন ব্যাটারী।
এফই-৫০৫০ মডেলে রেজ্যুলুশন ১৪ মেগাপিক্সেল, ৫এক্স জুম লেন্স, ২.৭ ইঞ্চি ডিসপ্লে এবং লিথিয়ামি আয়ন ব্যাটারী।
ষ্টাইলাস ৭০৫০ মডেলে রয়েছে ১৪ মেগাপিক্সেল সেন্সর, ৭ এক্স জুম লেন্স, সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ৩ ইঞ্চি ডিসপ্লে এবং ২ গিগাবাইট ইন্টারনাল মেমোরী। এরজন্যও নিজস্ব লিথিয়াম আয়ন ব্যাটারী রয়েছে।
সবশেষে ১২ মেগাপিক্সেলের এফই-৪৮। এতে ৫এক্স অপটিক্যাল জুমের সাথে ২.৭ইঞ্চি ডিসপ্লে।
এগুলি এশিয়ায় বিক্রি করা হবে বলে জানালেও দাম এবং সময় জানানো হয়নি।
No comments:
Post a Comment