July 13, 2010

জনপ্রিয়তার শীর্ষে উইন্ডোজ এক্সপি, মেয়াদ বাড়ছে Windows XP still most popular OS

উইন্ডোজ এক্সপির শেষ ঘোষনা করেছে মাইক্রোসফট। এরপর ভিসতা এবং উইন্ডোজ ৭ নামে দুটি বড় ধরনের পরিবর্তন এনেছে। তারপরও ব্যবহারের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে এক্সপি। মাইক্রোসফটের দেয়া তথ্য অনুযায়ী ৭৪ ভাগ কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে এই অপারেটিং সিষ্টেম।
৯ বছর আগে বাজারে আসা এক্সপি সম্পর্কে প্রধান অভিযোগ নানাকারনে সাটডাউন হয় এবং হার্ডডিস্কসহ বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ধীরগতিতে। তারপরও তিন-চতুর্থাংশ মানুষ এটা ব্যবহার করে।
এই তথ্য কি প্রকাশ করছে ?
কম্পিউটার ওয়ার্ল্ড এর তথ্য অনুযায়ী মাইক্রোসফট এক্সপি বন্ধের সময়সীমা বাড়িয়ে ২০২০ পর্যন্ত নিয়ে যাচ্ছে। কাজেই এক্সপি ব্যবহারকারীদের এখনই আতঙ্কিত হওয়ার কারন নেই।
বাংলা ব্যবহারকারীদের জন্য এটা অবশ্যই সুখবর। এখনও অনেককেই বাধ্য হয়ে এক্সপি ব্যবহার করতে হয় শুধুমাত্র বাংলার কারনে।

No comments:

Post a Comment