July 17, 2010

সনি ওয়াকম্যানে কারাওকি Sony Walkman NWZ-E450 does karaoke

সনির কমদামী ওয়াকম্যান এমপিথ্রি প্লেয়ার এনডব্লিউজেড-ই৪৫০ কে দেখে সাধারন মানের মনে হতে পারে, কিন্ত্র এর এমন বৈশিষ্ট রয়েছে যা অন্য কারো নেই। এতে লিরিক ফাইল ব্যবহার করে যেমন গানের কথা দেখা যাবে তেমনি কারাওকি মোড ব্যবহার করে কথা বাদ দিয়ে শুধু মিউজিক শোনা যাবে। এতে এমপিথ্যি/ডব্লিউএমএ/এএসি/এমপি৪/ডব্লিউএমভি ফরম্যাট ব্যবহার করা যাবে।
এতে ২ ইঞ্চি কিউভিজিও ডিসপ্লে রয়েছে, ব্যাটারীতে এক চার্জে ৫০ ঘন্টা গান শোনা যাবে। এছাড়া ভয়েস রেকর্ডার, এফএম রেডিও ইত্যাদি রয়েছে।
৪ গিগাবাইট এবং ১৬ গিগাবাইট ভার্শনে এগুলি বাজারে পাওয়া যাবে সামনের মাস থেকে। রং কালো, লাল, গোলাপি এবং সবুজ।
এগুলির দাম ১০৮ ডলার।

No comments:

Post a Comment