July 9, 2010

অদৃশ্য কম্পিউটার মাউস Invisible computer mouse

আপনি কম্পিউটারে কাজ করছেন। হাতের কাছে কোন মাউস নেই, একেবারে ফাকা যায়গাত হাত নাড়ছেন, ক্লিক করছেন আর মাউস ব্যবহারের মতই কাজ হচ্ছে।
বাস্তবেই এটা সম্ভব। একেবারে সস্তায়, মাত্র ২০ ডলারে তৈরী এধরনের অদৃশ্য মাউসের কথা জানিয়েছেন  এমআইটি এর মিডিয়া ল্যাবের প্রনব মিস্ত্রি, পেটি মি এবং লিয়ান চাঙ। ব্যবহারকারী হাত নাড়লেই মাউস ব্যবহারের ফল পাওয়া যাবে।
ব্যবহারকারী যখন হাত নাড়বেন তখন সেটা অনুসরন করবে লেজার রশ্মি এবং ইনফ্রারেড ক্যামেরা। লেজার রশ্মি এমনভাবে হাতকে অনুসর করবে যেন হাতে মাউস ধরা আছে। ক্যামেরা হাতের পরিবর্তন লক্ষ্য করবে এবং ক্লি, ডাবল ক্লিক ইত্যাদিতে পরিনত করবে।
আগামীতে এতে মাল্টিটাচ ব্যবহারের সুযোগ আনা হবে। এর প্রোটোটাইপ তৈরী করতে তাদের খরচ হয়েছে মাত্র ২০ ডলার।

No comments:

Post a Comment