ইউটিউব এডিটর ব্যবহার করে পৃথক পৃথক ভিডিও ক্লিপ জোড়া দেয়া যাবে, শুরু অথবা শেষের অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া যাবে, অডিও ট্রাক পরিবর্তন করা যাবে। মুভি তৈরী বা এডিট করার জন্য মুলত এটাই প্রয়োজন হয়। নতুন ভিডিওকে সরাসরি ইউটিউবে আপলোড করা হয় কাজেই যায়গা কিংবা প্রসেসিং কিংবা ভিডিও ফরম্যাট নিয়ে চিন্তার কিছু নেই।
এখনও এটা পরীক্ষাধীন। তাদের টেষ্টটিউবে অবস্থান করছে। ব্যবহার করে দেখতে পারেন।
No comments:
Post a Comment