পেশাদারদের কথা মাথায় রেখে এটা তৈরী। ইন্টেল কোর আই৩/আই৫/আই৭ এই তিন ধরনের কনফিগারেশনে এটা পাওয়া যাবে।
সবগুলিতেই যা থাকবে তা হচ্ছে;
সবগুলিতেই যা থাকবে তা হচ্ছে;
- ১৩.৩ ইঞ্চি এলইডি ব্যাকলাইট এইচডি ওয়াইডস্ক্রিন ডিসপ্লে
- উইন্ডোজ ৭ প্রফেশনাল
- ৪ গিগাবাইট ডিডিআর৩ মেমোরী
- ইন্টিগ্রেটেড ডিস্ক ড্রাইভ
- টাইল রেইজড কিবোর্ড
- ৬-সেল ব্যাটারী
- এক্সপ্রেসকার্ড স্লট, ই-সাটা/ইউএসপি পোর্ট ইত্যাদি।
এগুলির দাম ৯৯৯ ডলার থেকে ১৫৯৯ ডলার পর্যন্ত। সবচেয়ে কমদাম হচ্ছে পোর্টেজ আর৭০৫ কনজুমার এডিশন। কোর আই৩ প্রসেসরের সাথে ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ৪ গিগাবাইট মেমোরী। কনফিগারেশন হিসেবে দাম কমই।
জুন ২৭ তারিখ থেকে এগুলি বিক্রি শুরু হবে।
No comments:
Post a Comment