তোসিবা জানিয়েছে তারা ১২৮ গিগাবাইট মেমোরী চিপ তৈরী করেছে যা মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট পিসি ইত্যাদিতে ব্যবহার করা যাবে। তাদের তৈরী এই ফ্লাশ মেমোরী এপর্যন্ত তৈরী সবচেয়ে বেশি ধারনক্ষমতার। ১২৮ গিগাবাইট ছাড়াও ৬৪ গিগাবাইটের একটি ভার্শনও তারা তৈরী করবে।
সেপ্টেম্বরে এর নমুনা পাওয়া যাবে এবং এবছরই শেষদিকে বানিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।
No comments:
Post a Comment