June 6, 2010

ট্যাবলেট ফোন বানাচ্ছে সনি এরিকশন Sony Ericsson 5-inch Android tablet

ডেলের ৭ ইঞ্চি ট্যাবলেট ফোন ডেল ষ্ট্রিক বিক্রি শুরু হয়েছে, আরো অনেক কোম্পানীই বিশাল আকারের ফোন তৈরী করছে। সনি এরিকশন পিছিয়ে থাকবে কেন ?
তারা তৈরী করছে ৫ ইঞ্চি ট্যাবলেট। সনি এরিকশনের জন্য অবশ্য এতে নতুনত্ব নেই। তাদের জনপ্রিয় এক্সপেরিয়া ফোনের স্ক্রীন ৪ ইঞ্চি। ফুল কিবোর্ড সহ এই ট্যাবলেট ফোন হিসেবে ব্যবহার করা যাবে। এতে এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হবে।
স্ক্রীনকে স্লাইড করে আনলে এটা দেখতে ছোট আকারের ল্যাপটপ কম্পিউটারের মত। ডিসপ্লে ৫ ইঞ্চি জানা গেলেও রেজ্যুলুশন জানা যায়নি। যে ছবি প্রকাশ পেয়েছে তা এতটাই বিকৃত করা হয়েছে যে স্পষ্ট করে কিছু বোঝা কঠিন। কিবোর্ডে অন্তত ৪ সারি কি রয়েছে (৫ সারিও হতে পারে)।
এপলের আইপ্যাড দেখিয়েছে ১০ ইঞ্চি ট্যাবলেটের চাহিদা ব্যাপক। কিন্তু ফোনও না ট্যাবলেটও না এমন মাঝামাঝি ডিভাইসের চাহিদা কতটা সেটাই দেখার।

No comments:

Post a Comment