বর্তমানের এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ডগুলিকে ক্লাশ ২, ৪, ৬ এবং ১০ হিসেবে ভাগ করা হয়। সবচেয়ে কম কত দ্রুততায় এতে তথ্য রেকর্ড করা যায় তা বুঝায় এই সংখ্যা। এই রেটিংকে নন-ইউএইচএস বলা হচ্ছে। অন্যদিকে ইউএইচএস নামের নতুন পদ্ধতি এর থেকে আলাদা।
মেমোরী কার্ড ছাড়াও বিভিন্ন ডিভাইসে এই চিহ্ন ব্যবহার করা হবে, যেমন ডিজিটাল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা। যেন ব্যবহারকারী সহজে ক্যামেরা এবং কার্ড দুটি মিল খুজে নিতে পারেন।
No comments:
Post a Comment