সাধারন এনএএনডি ইন্টারফেস সর্বোচ্চ ৪০ মেগাবিট/সে ব্যবহার করতে পারে। আর টগল মোড ডিডিআর২ এনএএনডি ব্যবহার করবে ২০০ মেগাবিট/সে। এসএসডি-র দ্রুততা নিয়ে কোন সংশয় নেয়, তবে এটিএ হার্ড ড্রাইভের তুলনায় এর দাম অত্যন্ত বেশি। যেমন ম্যাকবুক সাধারনভাবে বিক্রি হয় ৫০০ জিবি ৫৪০০ আরপিএম এটিএ ড্রাইভ দিয়ে। অপশন হিসেবে এর বদলে ৫১২ জিবি এসএসডি কিনলে অতিরিক্ত হিসেবে দিতে হয় ১৩০০ ডলার।
স্যামসাং এই ড্রাইভে সিকোয়েন্সেয়াল রিড-রাইড স্পিডের উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। যথাক্রমে ২৫০ মেবা/সে এবং ২২০ মেবা/সে। স্যামসাং জানিয়েছে তারা পরীক্ষা করে দেখেছে ৪ গিগাবাইট ডিভিডি মুভি কপি করতে সময় নেয় মাত্র ১ মিনিট।
৫১২ গিগাবাইট ছাড়াও ২৫৬ গিগাবাইট ধারনক্ষমতার এসএসডি তৈরী করেছে তারা। আগামী মাসে এগুলি বিক্রি শুরু হবে।
No comments:
Post a Comment